×


প্রাকৃতিক সৌন্দর্য এবং কাহিনিতে সমৃদ্ধ এমন একটা জায়গায় যেতে কে না ভালোবাসে ? কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়া সপ্তাহান্তের ভ্রমণের পক্ষে আদর্শ। পুরুলিয়ার চড়িদা গ্রামে ছৌ মুখোশ শিল্পীদের বসবাস যারা স্থানীয় এলাকায় প্রাপ্ত উপাদান দিয়ে দারুণ দারুণ সব মুখোশ তৈরি করেন। পর্যটকরা শিল্পীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে পারেন, ঘুরে দেখতে পারেন তাদের কর্মশালা ও দোকানগুলি, কমিউনিটি মিউজিয়ামটি দেখুন এবং ছৌ মুখোশের ইতিহাস ও বিবর্তন সম্পর্কে জানুন। এছাড়াও মালডিতে গিয়ে গাছপালার সবুজে ঘেরা সম্পদ কেন্দ্রটি দেখতে পারেন এবং গুরুদের কাছে শিখে নিতে পারেন ছৌ নৃত্যশৈলীর দু-একটি ধাপ (স্টেপ)। শিল্পীরা তাদের ঐতিহ্যটিকে উদযাপনের জন্য বার্ষিক উৎসবের আয়োজন করেন।

সাংস্কৃতিক পর্যটন বিষয়ে এই ডিজিটাল স্টোরিটি দেখুন।

শিল্পী সম্প্রদায় আয়োজিত বার্ষিক ছৌ নাচ উৎসব এবং ছৌ মুখোশ উৎসবের ভার্চুয়াল অভিজ্ঞতা গ্রহণের জন্য এই ডিজিটাল স্টোরিটি দেখুন।

দেখুন একজন দর্শনার্থী হিসেবে আপনি কীভাবে বার্ষিক ছৌ ঝুমুর উৎসবে শামিল হবেন

শিল্পীদের তৈরি ছৌ মুখোশের অনুসন্ধান এবং সংগ্রহ করুন।

অন্যান্য দর্শনার্থীরা কি বলছেন, দেখুন আমাদের লোকশিল্প কেন্দ্রের পেজ-এ