×

লোকশিল্প কেন্দ্র

পুরুলিয়ার বলরামপুরে একটি ফোক আর্ট সেন্টার চালু করা হয়েছে। এই সেন্টারে পার্শ্ববর্তী এলাকার উদীয়মান ছৌ শিল্পীরা প্রবীণ শিল্পী-গুরুদের থেকে ছৌ নাচের তালিম ও প্রশিক্ষণ নেন।

ছৌয়ের ঐতিহ্য সংরক্ষিত করতে পুরুলিয়ার বামনিয়ায় আরেকটি ফোক আর্ট সেন্টার চালু করা হয়েছে। এই ফোক আর্ট সেন্টার চালু করার ফলে স্থানীয় ছৌ শিল্পী ও তাঁদের শিল্পের দৈনন্দিন সেতুবন্ধনের একটি পরিসর উন্মোচিত হয়েছে।

ছৌ মুখোশ নির্মাণ শিল্পের জন্য আরো একটি ফোক আর্ট সেন্টার চালু করা হয়েছে পুরুলিয়ারই চড়িদা গ্রামে। স্থানীয় শিল্পীদের বানানো বিভিন্ন ধরণের ছৌ মুখোশ এই সেন্টারে সংগৃহীত ও প্রদর্শিত হয়েছে। মুখোশ শিল্পীদের কাহিনী ও মুখোশ বানানোর পদ্ধতিও এই ফোক আর্ট সেন্টারে গেলে দেখা যাবে।

ছৌ মুখোশ রিসোর্স সেন্টার, চড়িদা

Resource Centre Of Chau Masks at Charida
Chau Mask Resource Centre, Charida
Chau Mask Resource Centre at Charida

ছৌ নাচ রিসোর্স সেন্টার, মালডি, বলরামপুর

Chau Dance Resource Centre at Balarampur
Chau Dance Resource Centre, Balarampur
Chau Dance Resource Centre at Balarampur

কর্মশালা

অভিজ্ঞতা