×
ছৌ মুখোশ শিল্পী সংঘ

চড়িদার মহিলা ছৌ মুখোশ শিল্পীরা ছৌ মুখোশ শিল্পী সংঘ নামের একটি সোসাইটি গঠন করেছে। এই সংগঠনের সদস্যসংখ্যা ১০ জন। এই সংগঠন প্রতি বছর ছৌ মুখোশ মেলা নামের একটি গ্রামীণ মেলার আয়োজন করে। ব্যবসা বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এই সোসাইটিকে ৫ লাখ টাকার অনুদান দিয়েছে। সোসাইটি তার সদস্যদের ন্যূনতম হারে সুদ দেয়। এছাড়াও ছৌ মুখোশ শিল্পী সূত্রধর সমিতি নামক আরেকটি সোসাইটি-ও গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা ২০।

মানভূম লোকশিল্পী সংঘ

পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পীরা মানভূম লোকশিল্প সংঘ নামে একটা সমিতি গঠন করেছেন। এই সমিতিতে রয়েছে প্রায় ১১০ থেকে ১২০টি ছৌ নাচের দল। পুরুলিয়ার ঝালদা-১, ঝালদা-২, জয়পুর, আরশা, বাঘমুন্ডি, বলরামপুর, বরাবাজার, বান্দোয়ান, হুড়া, পুঞ্চা, পুরুলিয়া-১, পুরুলিয়া-২ এবং পাড়া ব্লকের ছৌ নাচের দলগুলি এই সমিতির সঙ্গে যুক্ত। বেশিরভাগ দলই পেশাদার এবং এরা মূলত ঐতিয্যবাহী পালাগুলিই পরিবেশন করেন।

পুরুলিয়া ছৌ সমিতি

এছাড়াও রয়েছে পুরুলিয়া ছৌ সমিতি নামে আরেকটি সমিতি। পুরুলিয়া জেলার প্রায় ২০০ থেকে ২২০ টি ছৌ নাচের দল এই নাচের সঙ্গে যুক্ত। এই দলগুলিও পুরুলিয়া জেলার ঝালদা-২, জয়পুর, আরশা, বাঘমুন্ডি, বলরামপুর, বরাবাজার, বান্দোয়ান, হুড়া, পুঞ্চা, পুরুলিয়া-১, পুরুলিয়া-২ এবং পাড়া ব্লকের।

ছৌ মুখোশ শিল্পী সূত্রধর সমিতি
ছৌ মুখোশ শিল্পী সূত্রধর সমিতি নামে একটা সমিতি গঠন করেছেন পুরুলিয়ার চড়িদা গ্রামের ছৌ মুখোশ শিল্পীরা। সমিতির সদস্য সংখ্যা ২০ জন।

Leaders