পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পীরা ছৌ ঝুমুর উৎসব নামের একটি গ্রামীণ উৎসবের আয়োজন করেন। ছৌ নৃত্য প্রদর্শন হয় একটি খোলা মঞ্চে। মঞ্চ ঘিরে দর্শকবৃন্দ জড়ো হয় নাচ দেখতে। এই উৎসবে ৩০-এর বেশী সংখ্যক ছৌ-এর দল নৃত্য প্রদর্শন করেন। স্থানীয় লোকজন ছাড়াও এমনকি কলকাতা ও অন্যান্য শহর সহ দেশ বিদেশের মানুষ উৎসবে ছৌ নাচ অনুষ্ঠান দেখতে আসেন। ছৌ মুখোশ কিভাবে তৈরি করেন শিল্পীরা তা দেখার জন্য চলে আসুন পুরুলিয়ার চড়িদা গ্রামের মুখোশ মেলায়।
সুইডেনে ২৪তম উরকুল্ট ফেস্টিভাল অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
আরও দেখুন২০১৮র মতো ২০১৯-এ-ও জার্মানির কার্লস্রুহে তে অনুষ্ঠিত ইণ্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল-এ জুলাই মাসের ১৩ থেকে ১৪ তারিখে ৫ জন ছৌ শিল্পী অংশগ্রহণ করেন। এই দলের নেতৃত্ব দেন জগন্নাথ চৌধুরী।
আরও দেখুননরওয়ের ট্রণ্ডহেইম-এ ট্র্যান্সফর্ম ফেস্টিভাল আয়োজিত হয়েছিলো ১লা থেকে ৭ই অক্টোবর ২০১৮-এ।
আরও দেখুনজার্মানির কার্লস্রুহে-তে অনুষ্ঠিত ইণ্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল নামক উৎসবে ১৪-১৫ জুলাই, ২০১৮-তে পুরুলিয়ার ৫-জন ছৌ শিল্পী অংশগ্রহণ করেন।
আরও দেখুনজুনে ২১ থেকে ২৫, ২০১৭ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্টিভালে যোগদান করেছিলেন দুই তরুণ ছৌ শিল্পী বাপ্পাদিত্য মাহাতো এবং বিজয় কিশোর মাহালি।
আরও দেখুনইউরোপের তিনটি বল্টিক দেশ হল লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্টোনিয়া। এই তিন দেশের যৌথ প্রয়াস হল ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভাল অর্থাৎ আন্তর্জাতিক লোকাচার উৎসব বল্টিকা।
আরও দেখুনফ্রান্সের নোয়োঁ-তে দশম ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভাল অনুষ্ঠিত হয় ২০১৭র ৪ঠা থেকে ৮ই জুলাই।
আরও দেখুন