×

ছৌ মুখোশ তৈরি হয় কাগজের মণ্ড, কাপড় আর কাদামাটি দিয়ে। নানান প্রক্রিয়া-পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে মুখোশ তার চূড়ান্ত রূপ পায়।

প্রথমে কাদামাটি দিয়ে মুখোশের কাঠামো বা ছাঁচ বানিয়ে নেওয়া হয়। সূর্যের আলোয় তা শুকিয়ে শক্ত করা হয়। তারপর ছাইয়ের গুঁড়ো মাখিয়ে দেওয়া হয় সেই শুকনো ছাঁচে। তারপর তার ওপরে আঠা দিয়ে ভেজানো কাগজের পরত সেঁটে দেওয়া হয়। এই পর্যায়ে এর ওপরে আবার কাদার পরত পরানো হয়, এবং তা শুকানো হয়। শুকানোর পরে তার ওপরে কাপড় সাঁটা হয় এবং মুখোশটি পালিশ করা হয়।

আবার একবার শুকিয়ে নেওয়ার পর প্রথমে যে মাটির প্রলেপ দেওয়া হয়েছিলো সেটি সরানো হয়। তারপর, সাদা রঙের পোঁচ লাগানো হয় নির্মীয়মাণ মুখোশে।

এরপর কোন চরিত্রের মুখোশ বানানো হচ্ছে সেই অনুযায়ী মুখোশটিতে রঙ করা হয় এবং নানান অলঙ্কারে ভূষিত করা হয়। মুখোশের গয়না বানানোর জন্য পশম, পাট, রাঙতা, বাঁশের কঞ্চি, প্লাস্টিকের ফুল, পুঁতি ইত্যাদির ব্যবহার করা হয়। পুরুষ, মহিলা, ছোট, বড়ো নির্বিশেষে পরিবারের সকল সদস্যই এই মুখোশ বানানোর কাজ করেন।