ছৌ ঝুমুর উৎসব ২০১৭
বামনিয়া, ঝালদা ২, ডিসেম্বর 22, 2017
পুরুলিয়া জেলার ঝালদা ২ ব্লক-এর বামনিয়ায় স্থানীয় শিল্পীরা ষষ্ঠ ছৌ ঝুমুর উৎসবের আয়োজন করেন ২২ থেকে ২৮শে ডিসেম্বর ২০১৭। প্রতিদিন ৫টি ছৌ-এর দল নৃত্য প্রদর্শন করেন এবং ১টি ঝুমুরের দল ঝুমুর প্রদর্শন করেন। উৎসবে কেবলমাত্র আঞ্চলিক মানুষজনই নন, কলকাতা ও বিভিন্ন শহর থেকেও অতিথি অভ্যাগতদের সমাগম হয়।