×

পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পীরা ছৌ ঝুমুর উৎসব নামের একটি গ্রামীণ উৎসবের আয়োজন করেন। ছৌ নৃত্য প্রদর্শন হয় একটি খোলা মঞ্চে। মঞ্চ ঘিরে দর্শকবৃন্দ জড়ো হয় নাচ দেখতে। এই উৎসবে ৩০-এর বেশী সংখ্যক ছৌ-এর দল নৃত্য প্রদর্শন করেন। স্থানীয় লোকজন ছাড়াও এমনকি কলকাতা ও অন্যান্য শহর সহ দেশ বিদেশের মানুষ উৎসবে ছৌ নাচ অনুষ্ঠান দেখতে আসেন। ছৌ মুখোশ কিভাবে তৈরি করেন শিল্পীরা তা দেখার জন্য চলে আসুন পুরুলিয়ার চড়িদা গ্রামের মুখোশ মেলায়।

উপভোগ করুন জীবন্ত পুরাকথা

অনুষ্ঠান

আরও দেখুন

সাত দিনের ছৌ ঝুমুর উৎসব সাত বছরে পা রাখলো ডিসেম্বর ২০১৮তে। এটি পুরুলিয়ার একটি প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে। পুরুলিয়ার বিভিন্ন ব্লক থেকে ২৮টি ছৌ নাচের দল এবং ২টি ঝুমুরের দল এই উৎসবে অংশগ্রহণ করে। মাননীয় মন্ত্রী শান্তিরাম মাহাতো, স্থানীয় এম এল এ সহ আঞ্চলিক বিশিষ্ট নাগরিক এবং জেলা প্রশাসনের তরফ থেকে আধিকারিকবৃন্দ এই […]

ছৌ ঝুমুর উৎসব ২০১৮

আরও দেখুন

ছৌ মুখোশের উৎসব

ছৌ মুখোশ মেলা

আরও দেখুন