অনুষ্ঠান
মালডি, বলরামপুর, ডিসেম্বর 20, 2019
ছৌ নাচ সমৃদ্ধ হয়েছে ইতিহাস ও পুরাকথায়। পালা/নাচগুলি রামায়ণ-মহাভারতের মত ভারতীয় মহাকাব্যগুলিকে ঘিরে গড়ে উঠেছে। রাবণ বধ (রাবণের হত্যা), সীতাহরণ (সীতাকে অপহরণ করা) পালাগুলির গল্প নেওয়া হয়েছে রামায়ণ থেকে। অভিমন্যু বধ (অভিমন্যু হত্যা) গল্পটি নেওয়া হয়েছে মহাভারত থেকে। এগুলি খুবই জনপ্রিয় ছৌ পালা। আপনার পরিবারের সদস্য, বিশেষত ছোটরা এই পালাগুলি খুবই পছন্দ করবে। মহাকাব্যগুলি নিয়ে আরও জানতে চাইবে তারা।