×

তারাসুর বধ

তারাসুর ছিল এক শক্তিশালী দৈত্য। মহিষাসুরের থেকে সে কোন অংশে কম ছিল না। ব্রহ্মার বরে পৃথিবীতে সে ছিল অপারেজয়। স্বর্গ দখল করে দেবতাদের সেখান থেকে সে বিতাড়িত করলো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শরণাপন্ন হলেন তারা। এই ত্রিদেব  তৈরি করলেন এক ক্ষমতাশালী দেবী। তিনি তারকাসুরকে নিধন করে স্বর্গে শান্তি ফিরিয়ে আনলেন।

সারকথা

ব্রহ্মার বরে তারাসুর হয়ে উঠেছিল এক পরাক্রমশালী দৈত্য। সে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সৃষ্ট এক শক্তিময়ী দেবী তারাসুরকে নিধন করলেন।