×

সম্রাট নিবাত কবচ বধ

নিবাত কবচ ছিল এক শক্তিশালী দৈত্য। দেবতা শিবের বরে সে স্বর্গলোকের অধীশ্বর হয়েছিল। তাতে ভয় পেয়ে দেবতা ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে সাহায্যের জন্য আবেদন করলেন। নিবাত কবচ যদি মহিলাদের ওপর কোন অন্যায় করে তাহলে অর্জুন এসে তাকে শাস্তি দেবেন বলে ইন্দ্রকে আশ্বস্ত করা হল। এরপর নিবাত কবচ মহিলাদের অত্যাচার করা শুরু করতেই উপস্থিত হলেন অর্জুন। প্রবল যুদ্ধের পর দৈত্যরাজকে তিনি হত্যা করলেন।

সারকথা

শিবের বরে স্বর্গের অধীশ্বর হয়েছিল দৈত্যরাজ নিবাত কবচ। মহিলাদের ওপর অত্যাচার রোধ করার জন্য ইন্দ্র বিষ্ণুর কাছে আবেদন করলেন। এরপর অর্জুন এসে দৈত্যরাজকে বধ করলেন।