মনোরঞ্জন সূত্রধর
মনোরঞ্জন সূত্রধর পুরুলিয়া জেলার চড়িদা গ্রামের একজন ছৌ মুখোশ শিল্পী। তাঁর পিতা স্বর্গীয় অশ্বিনী সূত্রধর এবং তাঁর মাতা জননী সূত্রধর। মনোরঞ্জন সূত্রধর ক্লাস ফোর অবধি পড়াশুনা করেছেন এবং সাত বছর বয়স থেকে ছৌ মুখোশ বানাচ্ছেন। তিনি তাঁর বানানো মুখোশ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের মেলায় অংশগ্রহণ করেছেন। মনোরঞ্জন সূত্রধর ছৌ মুখোশ শিল্পী সূত্রধর সমিতির কোষাধ্যক্ষ।