ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভাল, বল্টিকা, লিথুয়ানিয়া, ২০১৭

ইউরোপের তিনটি বল্টিক দেশ হল লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্টোনিয়া। এই তিন দেশের যৌথ প্রয়াস হল ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভাল অর্থাৎ আন্তর্জাতিক লোকাচার উৎসব বল্টিকা। ২০১৭ সালে এই বল্টিকা অনুষ্ঠিত হয়েছিলো লিথুয়ানিয়ার ভিলনিয়াস-এ, ৪ঠা থেকে ৯ই জুলাই তারিখে। উৎসবে ভারতবর্ষ থেকে ৯ সদস্যের একটি দল গিয়েছিলো, যার মধ্যে ৮জন ছিলেন ছৌ-শিল্পী। এই ছৌ শিল্পীদের দলটি নেতৃত্বে ছিলেন বীরেন কালিন্দী ও মনোরঞ্জন মণ্ডল। তিনটি বল্টিক দেশ ও ভারতবর্ষ ছাড়াও সেই উৎসবে অংশগ্রহণ করেছিলেন চিন, দক্ষিণ কোরিয়া, গ্রিস, স্পেন, পোল্যান্ড, ব্রাসিল ও ইউক্রেনের শিল্পীবৃন্দ। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে ভিলনিয়াস কংগ্রেস হল-এ ৪ঠা জুলাই ছৌ দলটি তাঁদের নৃত্য প্রদর্শন করেন। ভিলনিয়াস কংগ্রেস হল ছাড়াও ন্যাশনাল থিয়েটার, বার্নার্ডিনু সোডাস পার্ক এবং দুইটি পার্শ্ববর্তী গ্রামে ছৌ দলটি নৃত্য প্রদর্শন করেন। ১০,০০০ দর্শক তাঁদের প্রদর্শনী দেখেন এবং শিল্পীদের সাথে আলাপচারিতায় রত হন।