×

মৌসুমী চৌধুরী

পুরুলিয়া জেলার নিজস্ব ঐতিহ্য হল ছৌ নৃত্য। মহিলারাও যে এই নাচ করতে পারেন তা নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন পুরুলিয়ার মৌসুমী চৌধুরী। তিনি একজন পথপ্রদর্শক মহিলা ছৌ নৃত্যশিল্পী।

পুরুলিয়ার নিজস্ব ঐতিহ্য ছৌ নাচ। এই রণনৃত্য মূলতঃ পুরুষপ্রধান। সেই পরিস্থিতিতে অদম্য উদ্দীপনার সাথে মৌসুমি চৌধুরী শুধু নিজের জায়গায় করে নেন নি, অনুপ্রাণিত করেছেন, করছেন বহু স্থানীয় মেয়েদের – যাঁদের নিরলস অধ্যাবসায় সহযোগে ছৌ নাচের প্রশিক্ষণ দিয়ে চলেছেন পুরুলিয়ার বলরামপুর অঞ্চলের মালডি গ্রামের মেয়ে, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের বাংলা-স্নাতক মৌসুমি। নিজের বিশ্ববিদ্যালয়েই এখন ছৌ নাচ শেখান তিনি। তাঁর শিক্ষক ও পিতা স্বনামধন্য ছৌ শিল্পী ও গুরু জগন্নাথ চৌধুরী। ১০ বছর বয়স থেকেই ছৌ নাচের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন মৌসুমি চৌধুরী। শুধু কলকাতা, পুরুলিয়া ও ঝাড়গ্রামেই নয়, সুদূর নরওয়েতে ২০১৮ সালে অনুষ্ঠান করেছেন তিনি।

ছৌ নাচ

মৌসুমী চৌধুরী

মৌসুমী চৌধুরী

পুরুলিয়া জেলার নিজস্ব ঐতিহ্য হল ছৌ নৃত্য। মহিলারাও যে এই নাচ করতে পারেন তা নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন পুরুলিয়ার মৌসুমী চৌধুরী। তিনি একজন পথপ্রদর্শক মহিলা ছৌ নৃত্যশিল্পী।

প্রাণবন্ত মুহূর্ত

the artist