৯২ বছর বয়স্ক হেমচন্দ্র মাহাতো পুরুলিয়ার ছৌয়ের একজন অগ্রণী ব্যক্তিত্ব। থাকেন বড়বাজার ব্লকের পালমা গ্রামে। তার অপরিসীম অবদান পুরুলিয়ার ছৌকে নতুন পরিচয় দিয়েছে। যখন তার ১২ বছর বয়স তখন থেকেই বাবা ও ঠাকুরদার কাছে ছৌ নাচ শিখতে শুরু করেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পর, পড়াশোনায় ইতি টেনে তিনি গ্রামের দলে ছৌ নাচের অনুশীলনের দিকে জোর দেন। কিছুদিনের মধ্যেই, অতুলনীয় পরিবেশনার কারণে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন। তার গ্রামের দলটি ‘মেল নাচ ও কৃষ্ণলীলা’ প্রযোজনার জন্য বিখ্যাত। বর্ষীয়াণ এই শিল্পী দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পরিবেশন করেছেন।