ধর্মেন্দ্র সূত্রধর, ৩৩, মাত্র ১০ বছর বয়সে মুখোশ তৈরির কাজ শুরু করেন। তার এবং পুরুলিয়ার চড়িদা গ্রামের বাসিন্দা অন্যান্য শিল্পীদের কাছে মুখোশ তৈরির কাজটি একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। ছৌ নাচে ব্যবহারের জন্য ঐতিহ্যবাহী মুখোশ এবং তার বাইরের বিভিন্ন বিষয় নিয়েও মুখোশ তৈরি করেন। ধর্মেন্দ্র সাহিত্য-নির্ভর কাজ যেমন তাসের দেশ, ধর্মীয় বিষয় যেমন পশুপতিনাথ ইত্যাদির জন্য মুখোশ তৈরি করেছেন। তিনি ভারতের প্রায় সব প্রধান প্রধান মেলা ও উৎসবে অংশগ্রহণ করেছেন।