×

বীণাধর কুমার

অভিজ্ঞ ছৌ-শিল্পী বীণাধর কুমার ১৪ বছর বয়স থেকে ছৌ নাচ আরম্ভ করেন। তিনি তাঁর পিতা বিখ্যাত ছৌ শিল্পী ও গুরু স্বর্গীয় রামনাথ কুমারের থেকে নাচ শেখেন।

অভিজ্ঞ ছৌ-শিল্পী বীণাধর কুমার ১৪ বছর বয়স থেকে ছৌ নাচ আরম্ভ করেন। তিনি তাঁর পিতা বিখ্যাত ছৌ শিল্পী ও গুরু স্বর্গীয় রামনাথ কুমারের থেকে নাচ শেখেন। বীণাধর কুমার রাধানাথ ছৌ নৃত্য বিকাশ কেন্দ্র নামক ছৌ দলের নেতা। এই দল তাঁদের ছৌ নাচের দক্ষতার কারণে অত্যন্ত জনপ্রিয়। বীণাধর কলকাতা ছাড়া ওড়িশা, দিল্লি এবং গোয়াতে নাচের অনুষ্ঠান করেছেন।

ছৌ নাচ

বীণাধর কুমার

বীণাধর কুমার

বিশিষ্ট ছৌ-নৃত্য গুরু বীণাধর কুমারের নিবাস বামনিয়া, পুরুলিয়া। তিনি ১৪ বছর বয়স থেকে তাঁর পিতা বিশিষ্ট ছৌ নৃত্যগুরু রামনাথ কুমারের থেকে তালিম নেন।

প্রাণবন্ত মুহূর্ত

the artist