পুরুলিয়া জেলার দুবরাজপুরের বাসিন্দা অনিল মাহাতো একজন জনপ্রিয়, অভিজ্ঞ এবং বহুল-সম্মানিত ছৌ নৃত্য গুরু। কিংবদন্তিপ্রতিম ছৌ নৃত্য শিল্পী সদানন্দ মাহাতো ছিলেন তাঁর শিক্ষক। প্রবীণ শিল্পী অনিল মাহাতো তাঁর ছৌ নাচে অত্যন্ত দক্ষতার সাথে শিবের ভাব ফুটিয়ে তোলেন। তিনি নিয়মিত তরুণ ছৌ শিল্পীদের প্রশিক্ষণ দেন।