পুরুলিয়া জেলার চড়িদার ছৌ মুখোশ নির্মাতারা, বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেন। প্রথম দিকে তারা শুধুমাত্র ছৌ নাচের অনুষ্ঠানের জন্যই মুখোশ বানাতেন কিন্ত শিল্পীরা এখন ঘর সাজানোর জিনিস হিসেবেও মুখোশ তৈরি করেন। বিভিন্ন রকম আকার, আয়তন বিশিষ্ট এবং নানা রঙের মুখোশ পাওয়া যায়। জনপ্রিয় মুখোশগুলির তালিকায় রয়েছে আদিবাসী দম্পতি, বিভিন্ন রকম অলংকরণে সজ্জিত দেবী দুর্গা এবং ভগবান গণেশ। যেকোনো মানুষ আগে থেকে অর্ডার দিয়ে তার নিজের ঠিক করে দেওয়া বিষয়ভিত্তিক এবং আকার অনুযায়ী মুখোশ তৈরি করাতে পারেন। অর্ডার দেওয়ার প্রয়োজনে অথবা নমুনা দেখার জন্য আপনি সরাসরি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ছৌ মুখোশের বিস্তৃত সম্ভার দেখুন।
পণ্যদ্রব্যের তালিকা দেখুন।
অর্ডার দেওয়ার জন্য বা কোনো প্রশ্নের উত্তর জানতে হলে শিল্পীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
ছৌ মুখোশ শিল্পীরা অনেক রকমের মুখোশ তৈরি করতে জানেন। ছৌ মুখোশ এবং ছৌ নাচ বিষয়ে এই ডিজিটাল স্টোরিটি দেখুন।
একটি আচরণবিধির মাধ্যমে শিল্পীদের অধিকার সুরক্ষিত করা হয়েছে। অনুগ্রহ করে ছৌ মুখোশ আর্ট কোড দেখুন।