×

শুম্ভ-নিশুম্ভ বধ

শুম্ভ ও নিশুম্ভ ছিল দুই পরাক্রমশালী দৈত্য। ব্রহ্মার বরে ত্রিলোক জয় করেছিল তারা। ব্রহ্মার বর থাকার জন্য মানব এবং দানব কেউই তাদের পরাস্ত করতে পারতো না, এমন সুরক্ষা দেবতাদেরও ছিল না। শুম্ভ-নিশুম্ভ স্বর্গে অত্যাচার করতে শুরু করলো। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের অনুরোধে দুর্গা নিজেকে পরিবর্তিত করে ‘চামুণ্ডা’ নামে কালী রূপে অবতীর্ণ হয়ে শুম্ভ-নিশুম্ভকে বধ করলেন।

সারকথা

ব্রহ্মার বরে ত্রিলোক জয় করার পর শুম্ভ-নিশুম্ভ নামে দুই দৈত্য দেবতাদের ওপর অত্যাচার শুরু করে। দেবী দুর্গা ‘চামুণ্ডা’ নামে কালী রূপ ধারণ করে তাদের বধ করেন।