×

রক্তবীজ বধ

শুম্ভ-নিশুম্ভের সেনাপতি রক্তবীজ ছিল এক শক্তিশালী দৈত্য। তার একফোঁটা রক্ত মাটিতে পড়লে হাজার হাজার রক্তবীজ জন্ম নেবে এমন বর থাকায় এই বলবান দৈত্য আরও ক্ষমতাশালী হয়ে উঠেছিল। সব দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল সে। দেবতারা ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের শরণাপন্ন হওয়ার পর তারা তাদের সর্বশক্তি দিয়ে মহাকালী নামে এক শক্তিশালী নারী তৈরি করলেন। মহাকালী  রক্তবীজকে আক্রমণ করলেন। কিন্তু তার রক্তের ফোঁটা মাটিতে পড়তেই তৈরি হতে লাগলো অসংখ্য রক্তবীজ। মহাকালী সমস্যায় পড়লেন। তখন তিনি তৈরি করলেন রক্তখাকী ডাকিনী-যোগিনী। তারা দানবের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তা পান করতে শুরু করলো। অবশেষে নিধন করা গেল রক্তবীজকে।

সারকথা

তার রক্ত মাটিতে পড়লেই জন্ম নেবে অসংখ্য রক্তবীজ। এমন একটা বর পাওয়ার পরেই রক্তবীজ নামে এক দৈত্য হয়ে উঠেছিল মহা পরাক্রমশালী। সে দেবতাদের আতঙ্কিত করে তুলেছিল, জয় করে নিয়েছিল ত্রিলোক। অবশেষে মহাকালী ডাকিনী-যোগিনীর সাহায্যে তাকে বধ করেন।