×

নরকাসুর বধ

বরাহ অবতার রূপে অবতীর্ণ হওয়ার সময় নারায়ণ ধরিত্রীকে (পৃথিবী) ধর্ষণ করেছিলেন। তার পরিণতিতে ধরিত্রী নরকাসুরের জন্ম দেন। সে ত্রিলোকের (স্বর্গ- মর্ত্য-পাতাল) নারীদের ওপর অত্যাচার চালাতে শুরু করে। নিজের রাজ্যের কারাগারে মেয়েদের বন্দী করে রাখে। এইসময় শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে গেলেন দ্বারকা। এই নগর তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। নরকাসুর তাকে দ্বারকার মত একটা রাজ্য তৈরি করে দিতে বলে। বিশ্বকর্মা তা না মানায় নরকাসুর তার মেয়েকে অপহরণ করে। নরকাসুরের অত্যাচারের কথা শুনে শ্রীকৃষ্ণ সত্যভামার সঙ্গে মিলে সুদর্শন চক্র (অস্ত্রটির নাম) দিয়ে তাকে বধ করেন।

সারকথা

নারায়ণের বরাহ অবতার রূপে পৃথিবীতে থাকার সময় নরকাসুর নামে এক দৈত্য ত্রিলোকের নারীদের ওপর চরম অত্যাচার চালাতো। বিশ্বকর্মা তাকে দ্বারকার মত একটি নগর তৈরি করে না দেওয়ায় নরকাসুর তার মেয়েকে অপহরণ করে। নরকাসুরের অত্যাচারের কথা শুনে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করেন।