মহিষাসুরের তিন ছেলে বালাসুর, ত্রিসুরাসুর এবং রক্তাসুর। একদিন মহামায়ার তপস্যা করার সময় মত্ত বালাসুর সেখানে এসে সবকিছু ধ্বংস করে দেয়। ক্রূদ্ধ মহিষাসুর সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এরপর বালাসুর দেবদেবীদের ওপর অত্যাচার করতে শুরু করে। দেবী দুর্গা একটা সুন্দরী মেয়ের রূপ ধরে তাকে আকৃষ্ট করেন। দেবী দুর্গার ছলনায় ভুলে বালাসুর তাকে বিয়ে করতে চায়। কিন্তু দুর্গা শর্ত দেন, তার আগে তাকে ত্রিলোকের অধীশ্বর হতে হবে। মোহে ভুলে বালাসুর আক্রমণ করলো বৈকুণ্ঠ। তাকে বধ করলেন নারায়ণ।
সারকথা
মহামায়ার তপস্যা করার সময় বালাসুর সেখানে অশান্তি করলে মহিষাসুর তাকে তাড়িয়ে দেন। এরপর সে দেবতাদের ওপর অত্যাচার শুরু করলে দেবী দুর্গা তাকে রূপের মোহে ভুলিয়ে বিবাহের শর্ত হিসেবে ত্রিলোকের অধীশ্বর হতে বলেন। দেবীর মায়ায় ভুলে বালাসুর বৈকুণ্ঠ আক্রমণ করলে নারায়ণের হাতে তার মৃত্যু হয়।