ভীম সূত্রধর

ভীম সূত্রধরের বয়স ৪২ বছর। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার চড়িদা গ্রামে। তিনি ৮ বছর বয়স থেকে ছৌ মুখোশ বানাচ্ছেন। ভীম সূত্রধরকে সর্বপ্রথম ছৌ মুখোশ বানানোর শিল্পে তালিম দিয়েছিলেন তাঁর পিতা দ্বিজপদ সূত্রধর। তাঁর মাতা স্বর্গীয় আশালতা সূত্রধর। ভীম সূত্রধর ক্লাস নাইন অবধি ইস্কুলে পড়াশুনা করেছেন। তিনি ছৌ মুখোশ শিল্পী হিসেবে দিল্লি, পুনে, রাজস্থান, চেন্নাই, উত্তরপ্রদেশ, মুম্বাই সহ ভারতের নানা প্রান্তে মেলা, উৎসব ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ভীম সূত্রধর ছৌ নাচের মুখোশ, ঘর সাজানোর মুখোশ, নতুন ধরণের মুখোশ প্রভৃতি বিভিন্ন রকমের মুখোশ বানান। ২০১৮ সাল থেকে তিনি ছৌ মুখোশ শিল্পী সূত্রধর সমিতির সেক্রেটারি।