ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র

ছৌ নাচ যে সকল বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে হয় সেগুলি হল – ঢোল, ধামসা, চড়চড়ি, টিকরা, নাগরা, সানাই এবং বাঁশি। বিভিন্ন মুহুর্তের ভাব ও রস সঞ্চারিত হয় এই যন্ত্রগুলির বোল ও তালের সাথে সাথে, এবং সেই লয়ের সাথে সামঞ্জস্য রেখে চলতে থাকে নাচ। বাদ্যযন্ত্রের সূরের মুর্ছনায় তৈরি হতে থাকে বিভিন্ন চরিত্রের ভাবগত অবয়ব। ভিন্ন ভিন্ন চরিত্র – তা সে অর্জুন হোক কি রামচন্দ্র অথবা শিব – সকলের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সুর ও পূর্বরঙ্গ।