×

সংরক্ষণাগার: Artists

Artist

বাঘাম্বর সিং মুড়া

[:en]Baghambar Singh Mura is a leading, veteran Chau dancer from Gobindapur village of Baghmundi block in Purulia district.[:bn]বাঘাম্বর সিং মুড়া পুরুলিয়া জেলার অত্যন্ত দক্ষ একজন ছৌ শিল্পী। তিনি থাকেন বাঘমুন্ডি ব্লকের গোবিন্দপুর গ্রামে।[:]   আরও পড়ুন

অনিল মাহাতো

[:en]Anil Mahato is a highly revered, veteran Chau artist from Dubrajpur village of Purulia district.[:bn]পুরুলিয়া জেলার দুবরাজপুরের বাসিন্দা অনিল মাহাতো একজন জনপ্রিয়, অভিজ্ঞ এবং বহুল-সম্মানিত ছৌ নৃত্য গুরু।[:]   আরও পড়ুন

কার্তিক সিং মুড়া

[:en]Kartik Singh Mura is an eminent Chau artist from Purulia district. He learnt Chau dance from his father, legendary Chau artist and Padma Shri award winner Gambhir Singh Mura.[:bn]কার্তিক সিং মুড়া পুরুলিয়া জেলার একজন প্রখ্যাত ছৌ শিল্পী। কার্তিক সিং মুড়া তাঁর বাবা কিংবদন্তি শিল্পী গম্ভীর সিং মুড়ার কাছে ছৌ নাচে তালিম নেন।[:]   আরও পড়ুন

বীণাধর কুমার

[:en]Binadhar Kumar is a veteran Chau dancer who began dancing at the age of 14. He has learnt from his father Ramnath Kumar who was a noted dancer and his Guru.[:bn]অভিজ্ঞ ছৌ-শিল্পী বীণাধর কুমার ১৪ বছর বয়স থেকে ছৌ নাচ আরম্ভ করেন। তিনি তাঁর পিতা বিখ্যাত ছৌ শিল্পী ও গুরু স্বর্গীয় রামনাথ কুমারের থেকে নাচ শেখেন।[:]   আরও পড়ুন

বীরেন কালিন্দী

[:en]Biren Kalindi is a leading Natua & Chau dance artist from Purulia. He leads a troupe named Biren Kalindi Chau Nach Gosthi. He is also an expert player of traditional musical instruments.[:bn]বীরেন কালিন্দী পুরুলিয়ার একজন অগ্রগণ্য নাটুয়া ও ছৌ নৃত্য গুরু। তিনি ২০০৬ সালে বীরেন কালিন্দী ছৌ নাচ গোষ্ঠী নামক ছৌ নাচের দল প্রতিষ্ঠা করেন।[:]   আরও পড়ুন

মৌসুমী চৌধুরী

[:en]Mousumi is a leading woman Chau dancer from Maldi village of Purulia. She inspired other girls of the region to join the traditional dance forms which is dominated by men. [:bn]মৌসুমি চৌধুরী পুরুলিয়ার মালডি গ্রামের একজন অগ্রগণ্য মহিলা ছৌ শিল্পী। ছৌ মূলতঃ পুরুষ-প্রধান একটি শিল্প হওয়া সত্ত্বেও মৌসুমি চৌধুরী সেই শিল্পে শুধু নিজের জায়গাই করে নেন নি, স্থানীয় মহিলাদের ছৌ-এ অংশগ্রহন করতে তিনি অনুপ্রাণিত করেছেন।[:]   আরও পড়ুন

জগন্নাথ চৌধুরী

[:en]Jagannath Choudhury is a leading Chau dancer from Maldi village of Purulia.[:bn]পুরুলিয়ার মালডি গ্রামের বাসিন্দা জগন্নাথ চৌধুরি একজন অগ্রগণ্য ছৌ শিল্পী। পুরুলিয়ার স্থানীয় কিশোর-কিশোরী-দের তিনি ছৌ নাচের প্রশিক্ষণ দেন। বিভিন্ন দেশে তিনি ছৌ নাচ প্রদর্শন করেছেন।[:]   আরও পড়ুন

ধর্মেন্দ্র সূত্রধর

ধর্মেন্দ্র সূত্রধর, ৩৩, মাত্র ১০ বছর বয়সে মুখোশ তৈরির কাজ শুরু করেন। তার এবং পুরুলিয়ার চড়িদা গ্রামের বাসিন্দা অন্যান্য শিল্পীদের কাছে মুখোশ তৈরির কাজটি একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। ছৌ নাচে ব্যবহারের জন্য ঐতিহ্যবাহী মুখোশ এবং তার বাইরের বিভিন্ন বিষয় নিয়েও মুখোশ তৈরি করেন। ধর্মেন্দ্র সাহিত্য-নির্ভর কাজ যেমন তাসের দেশ, ধর্মীয় বিষয় যেমন পশুপতিনাথ ইত্যাদির জন্য মুখোশ […]   আরও পড়ুন

পরিমল দত্ত

পরিমল দত্ত, বয়স ৩৫ বছর, একজন সুদক্ষ ছৌ মুখোশ নির্মাতা হিসেবে পরিচিত এই শিল্পী পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রামে থাকেন। যখন তার ৭ বছর বয়স তখন থেকেই বাবা বিমল দত্তের কাছে এই কাজ শিখেছেন। এই তরুণ শিল্পী নতুন নতুন বিভিন্ন রকমের মুখোশ তৈরি করতে পারেন এবং যেসব মানুষজন তাদের জায়গাটিকে দেখতে আসে তারা ঘর […]   আরও পড়ুন

সজল দত্ত

৫১ বছর বয়স্ক সজল দত্ত চড়িদা গ্রামে বসবাস করেন এবং তিনি ছোটোবেলা থেকেই মুখোশ নির্মাণের কাজটি শিখেছেন। এই কাজের শুরু তার বাবার তত্ত্বাবধানে যিনি তাকে হস্তশিল্প নির্মাণ কাজের এই চর্চায় প্রভুতভাবে সমর্থন জুগিয়েছেন। নিজেদের শিল্পকর্মটিকে প্রদর্শিত করার জন্য তিনি জাতীয়স্তরের অনেক সেমিনার ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এই কাজে তার গভীর জ্ঞানের দিকটিকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা […]   আরও পড়ুন